সৌদি আরব সম্পর্কে আজকের এই আর্টিকেলটি
তাহলে চলুন জেনে নেই সৌদি আরবের গুরুত্ব কিছু তথ্য
নাম ঃ সৌদি আরবভাষা ঃ আরবি
রাজধানী ঃ রিয়াদ
জাতীয় সঙ্গীত ঃ আশ আল মালেক (দীর্ঘ জীবী হোক রাজা )
নীতি বাক্য ঃ আল্লাহ ছাড়া আর কোন উপাস্য নাই এবং মোহাম্মদ সাঃ আল্লহর রসুল
শাসন ঃ রাজতন্ত্র
বাদশাহ ঃ সালমান বিন আব্দুল আজীজ
আয়তন ঃএকুশ লাখ উনপঞ্চাশ
হাজার বর্গ কিলোমিটার
মোট জনসংখা ঃ তিন কোটি ত্রিশ লাখ (উইকি ২০১৭ )
অর্থনীতি ঃ ৯০% আসে তেল খনিজ থেকে এছাড়াও রয়েছে স্বর্ণের মউজুদ
মুদ্রা ঃ সৌদি আরাবিয়া রিয়াল (SAR)
ধর্ম ঃইসলাম (এখানে অমুসলিমদের ধর্ম প্রচারণা সম্পূর্ণ রুপে নিষেধ )
পোশাক ঃ নারীরা আবায়া বোরকা হিজাব আর পুরুষেরা জুব্বা , আলখাল্লা, গুত্রা এবং টুপি পরে থাকে
আরব উপদ্বীপ দেশ গুলোর মধ্যে সব চেয়ে বড় দেশ হিসেবে খ্যাত সৌদি আরব পৃথিবীর মধ্যে ১২ তম দেশ হিসেবে পরিচিত
অফিসিয়ালি এই দেশ টিকে
কিংডম অফ সৌদি আরবিয়া বলা হয়ে থাকে
যেখানে দেশের শাসন ব্যবস্থা রাজতান্ত্রিক ভাবে শাসকের দ্বারা পরিচালিত হয়
এবং শাসক ইসলাম ধর্মের নীতি অনুযায়ী পরিচালনা করেন
এবং এই দেশ টি সবচেয়ে বেশি খনিজ তেল রপ্তানী করে থাকে
সৌদি আরবকে The Land of Two holy Mosque ও বলা হয়ে থাকে
কেননা ইসলাম ধর্মের দুই পবিত্র স্থান একটী মক্কায় মাসজিদ আল হারাম এবং দ্বীতিয়টি মদিনায় মসজিদে নববী অবস্থিত ,
![]() |
Mosque nababi |
সৌদি শব্দটি আলসাউদ থেকে নির্গত যাহা যদি সৌদি শাসক পরিবার কে বুজানো হয়ে থাকে
এবং পৃথিবীর মধ্যে সব চেয়ে কঠোর আইন ব্যবস্থা বলা হয়ে থাকে এই দেশের
আর এই জন্য এই দেশে অপরাধের পরিমাণ খুব কম
এখানের উনত শহর গুলো হলো রিয়াদ ,দাম্মাম,জেদ্দা ইত্যাদি
এখনের জণসংখার বিশাল একটী পরিমান আজনবী (ভিনদেশী )
যারা কর্ম সংস্থানের জন্য এখানে বসবাস করতেছে
যাহা ৩৩শতাংশ
অর্থনীতির ১০ শতাংশ সামরিক খাতে খরচ করে যা হিউজ এমাউনণ্ট।
এখানে বৃষ্টিপাত হয়না বললেই চলে তাই গরম কালে ৫৪ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায় আর এখানের বেশির ভাগ অংশই মরুভুমি এবং স্থায়ী কোন নদী ও নেই তবে কিছু নদীর মত জায়গা রয়েছে যেগুলোকে ওয়াদী বলে থাকে।
বৃষ্টিপাত হলে যেগুলো ভরপুর হয়ে থাকে এখনের সাপ্তাহিক ছুটির দিন হলো শুক্রবার এবং শনিবার
এখানের বাসীন্দারা তাসবীহ হাতে চলাফেরা করতে সাচ্চন্দবোধ করেন।
এখানে রয়েছে ধর্মীয় পুলিশ যাদের কে মুতয়া বলা হয়ে থাকে।
খাবারের মধ্যে ফালাফিল ও সাওয়ারমা এগুলো এখানের সাধারণ খাবারের আওতাভুক্ত এখানের ট্রেডিশনাল খাবার কাবসা
আর এখানের জনপ্রিয় পানীয় কফি যাহাকে বলা হয়ে থাকে গাহওয়া
এখানের ঐতিহ্য বাহী খেলা গুলো হলো ঘোড়া দৌড় এবং উট দৌড়
খেলা
এখানের ৯০% পুরুষ শিক্ষিত এবং ৯৪% নারী তাই ধরা যায় শিক্ষার হার অনেক বেশী
একটি মন্তব্য পোস্ট করুন
Thank You