Huroob এর এর মিনিং হচ্ছে পলাতক অর্থাৎ কর্মী তার কফিলের কাছ থেকে পালিয়ে গেছে
সৌদি আরবে সবচাইতে কঠিন কাজ হচ্ছে হুরব কাটিয়ে বৈধ হওয়া..
M Mohammad Rasel
কিভাবে হুরোব কাটবেন ?
এক্ষেত্রে দুইটি পদ্ধতি রয়েছে :-
১:- কপিলকে রাজি করিয়ে কাজ করতে হবে
*হয়তো কফিল কিছু টাকা খুঁজবে দিয়ে দিবেন
*অথবা কফিল চাইলে ১৫ দিনের ভিতর হুরব কাটাতে পারবে নিজেই
* অথবা যদি পনেরদিন অতিবাহিত হয় তাহলে আপনি এবং কফিলকে সাথে নিয়ে খেতাবসহ মক্তব আমল ভিজিট করে কাটাতে হবে
২:- কফিল যদি রাজি না হয় তাহলে যেভাবে যাহা করবেন
*এক্ষেত্রে আপনি দোষী না হতে হবে আপনাকে বিনা কোন কারণে যদি huroob দিয়ে থাকে তাহলে মক্তব আমলে একটি অনলাইন মামলা করতে হবে । দায়েরকৃত মামলায় আপনি যদি পাস করেন তাহলে নিজেই মক্তব আমল থেকে দেওয়া পেপার গুলো নিয়ে জাওয়াজাত গিয়ে হুরব কাটতে পারবেন
(📒এক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে হবে যে কোন দালাল ধরা যাবে না মক্তব আমলের আসে পাশে কিছু মকোতব থাকে তাদের দিয়ে করিয়ে নিতে হবে ,৫০-২০০ রিয়াল চার্জ করবে )
অনেক মক্তব দালাল বলে থাকে যে তাদের কিছু টাকা দিলে hurub কেটে দিবে এসমস্ত ভাওতা বাজদের আমি বিশ্বাস করি না
আপনার যদি হুরব থাকে তাহলে কি করণীয় ?
স্পেশাল এক্সিট এর আওতায় দেশে গেলে কি আবার সৌদি আরব আসতে পারবো ?
এক্ষেত্রে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে আপনি তিন বছরের ভিতর সৌদি আরব আর আসতে পারবেন না 😢
Good
উত্তরমুছুনশুকরিয়া
মুছুনএকটি মন্তব্য পোস্ট করুন
Thank You