About Us


স্বপ্নদ্রষ্টা

WELCOME!


আসসালামু আলাইকুম 

আমি মোহাম্মদ রাসেল। আমি দীর্ঘ ৪বছর ধরে প্রবাসে অবস্থান করছি। প্রবাস জীবেনর ধুলোবালি আমার জীবনের সাথে মিশে গিয়েছে। প্রবাস জীবনের যথার্থতা বুঝতে এখন আর আমার অসুবিধা হয় না।

যেহেতু আমি বহু বছর ধরে প্রবাসে অবস্থান করছি  সেহেতু প্রবাস জীবন সম্পর্কে আমার একটা নিরেট ধারণা রয়েছে।  আর আপনাদের সামনে তা তুলে ধরার জন্যই আমার এই লেখালেখি।

আমার এই লেখনীতে প্রকাশ পাবে বাবা/অভিভাবকদের সুখ/দুঃখ মিশ্রিত সেই সময়গুলো যখন আপনারা মনে করতেন যে, প্রবাসে আছ?

ওহ! তার মান তো আরামের শেষ নেই।

আজ্ঞে না। তারা মোটেও আরামে নেই।

এছাড়া প্রবাস জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার বহিঃপ্রকাশ করার জন্যই আমার এই লেখালেখি।  নিজের পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের গুরুত্ব কতখানি তা প্রবাস জীবন উপলব্ধি করতে শেখায়।

নিজের চিরচেনা দেশ, পরিবেশ ছেড়ে অনেক দুরে থাকার অভিজ্ঞতা ভালো-মন্দ দুইভাবেই হয়। প্রবাস জীবনের জীবনযুদ্ধ, গল্পকথা, বদলে যাওয়া জীবনের গল্প তুলে ধরার চেষ্টা থাকবে আমাদের সর্বদাই। 

এছাড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের লেখালেখির অন্তর্ভুক্ত হবে সেটি হলো, আমার দেশের প্রাণপ্রিয় ভাইয়েরা যারা বিদেশ গমনের উদ্দেশ্যে বা বিদেশ গমন করে প্রতারিত হয়েছেন বা হচ্ছেন তাদেরকে নিরেট সমাধান দিয়ে সত্যটা সবার সামনে উন্মোচন করা।

দেশি-বিদেশী সহ সারা বিশ্বের খবরাখবর সম্পর্কে আপনাদের অবহিত করাই আমাদের প্রধান প্রকাশনীয়। এছাড়াও থাকছে নিত্যদিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো। 

শত বাধা এগিয়ে যেয়ে নিজের দেশের মানুষের সেবা করে নিজ দেশের নাম উজ্জ্বল করাই Probashicare.com এর সার্থকতা। 

আপনাদের যেকোনো সমস্যা মোকাবেলায় আমরা আছি সর্বদা আপনাদের পাশে।

তাই যেকোনো সময় যেকোনো সেবা পেতে যোগাযোগ করুন--

E-mail: probashicare.com@gmail.com

WhatsApp: +966559033546 -এ


Post a Comment

Thank You